বরিশাল নগরীর চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী বেবি বেগমকে ১৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার আটকের খবর জানাজানি হলে ওই এলাকার মানুষের মনে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। এ দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রশংসার পাশাপাশি তার পেছনে থেকে যারা রাজনৈতিক প্রশ্রয় দিত তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।গতকাল সোমবার নগরীর ১৯ নং ওয়ার্ডস্থ নতুন বাজার আদি শ্মশান এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটকৃত বেবি ঐ এলাকার মোঃ হারুন অর রশিদের স্ত্রী।
জানা গেছে- সোমবার বিকেলে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিদ্দিকুর রহমানসহ একটি টিম নগরীর ১৯ নং ওয়ার্ডস্থ নতুন বাজার আদি শ্মশান এলাকায় অভিযান পরিচালনা করে বেবীকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে বসত ঘর থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেবী বিভিন্ন সময় সরকার দলীয় বিভিন্ন নেতাদের আশ্রয়ে নিত। সে মূলত যখন যে দিকে গেলে নিজের লাভ বা প্রভাব বাড়বে সেদিকেই যেত। যার কারণে ভয়ে কেউ কিছু বলত না। তার কারণে যুব সমাজ ধ্বংস হয়েছে। প্রশাসনকে ধন্যবাদ জানায় এবং এমন অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।
অসুসন্ধানে জানা গেছে, ফেনসিডিল বিক্রেতা বেবী ছিল খুব হিংস্র প্রকৃতির নারী। বরিশালে ফেনসিডিল বিস্তারে সে ছিল প্রথম সারিতে। বেবী নিজেকে রাজনৈতিক দলের নেতাদের লোক দাবি করে প্রভাব বিস্তার করত এবং রাজনৈতিক দলের অনেক নেতার সঙ্গেও তার সখ্যতা ছিল। এমনকি পুলিশ ম্যানেজ করে চলতেন এই বেবী। তার স্বামী হারুনও তার ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ফেনসিডিলে আসক্ত এক ছেলের বাবা জানান, আমার ছেলে মেধাবী ছিল কিন্তু বেবীর পাল্লায় পড়ে সে ফেনসিডিলে আসক্ত হয়। তার কারণে আমার পরিবার ধ্বংসে পথে। বেবী আটক হওয়ায় আমরা খুব খুশি।
সুশিল সমাজ প্রতিনিধিরা বলছেন, মাদকের ছোবলে কর্মক্ষমতা হারাচ্ছে যুবসমাজ। তাই, এখন-ই তাদের ফিরিয়ে আনতে বেবী মতো মাদক কারবারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি নগরীর অন্যান্য মাদক কারবারীদের আটক করে মাদক নির্মূলে সচেষ্ট থাকতে হবে প্রশাসনের।আটককৃত বেবির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন পরিদর্শক সিদ্দিকুর রহমান।