খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় পন্য জব্দ করা হয়েছে। অপরাধীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।শনিবার দিবাগত (৪ ফ্রেরুয়ারী) গভীর রাত তিনটার দিকে গোপনে সংবাদ পেয়ে বুদংপাড়ায় পুলিশ বিশেষ অভিযান চালায় এতে এলাকার স্হানীয় বাসিন্দা নাসির উদ্দিনের বাড়ি থেকে এসব অবৈধ ভারতীয় পন্য জব্দ করেন গুইমারা থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে এই চক্রটি এ অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে,, শুল্ক কর ফাকিয়ে দিয়ে অবৈধ পথে আসা এ সব মালামাল গোপনে দেশের বাজারে বিক্রি করছে এই চক্রটি,, জব্দকৃত মালামালের মধ্যে ভারতীয় ঔষধ ও শাড়ী রয়েছে যার আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা,তবে কাউকে আটক করা সম্ভব হয়নি পুলিশের উপস্থিতি টের পেয়ে এই চক্রের হোতারা পালিয়ে যায়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ সাংবাদিকদের জানান এসব অবৈধ ভারতীয় পন্য জব্দে একটি মামলা করা হয়েছে, অপরাধীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে