ঢাকা, বৃহস্পতিবার ৯ই মে ২০২৪ , বাংলা - 

ছিনতাইকারীর আঘাতে আহত মন্ত্রীর এপিএস

এস এম রমজান আলী,খাগড়াছ‌ড়ি জেলা সংবাদদাতাঃঢাকাপ্রেস২৪.গেম

2023-02-04, 12.00 AM
ছিনতাইকারীর আঘাতে আহত মন্ত্রীর এপিএস

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির এপিএস ও অনলাইন পোর্টাল পাহাড় বার্তা ডট কমের সম্পাদক সাদেক হোসেন চৌধুরী ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন। ছিনতাইকারীর হাত থেকে নিজের মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীরা ছুরিকাঘাতে আহত হন সাদেক হোসেন চৌধুরী।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত এগারোটায় রাজধানীর কাওরান বাজার সার্ক ফোয়ারার সামনে এ ঘটনা ঘটেছে।পার্বত্য চট্টগ্রাম বিভাগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ রেজুয়ান খান জানিয়েছেন , রাজধানীর বেইলি রোডের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির বাসভবন থেকে দাপ্তরিক কাজ শেষে ফার্মগেটে নিজ বাসায় ফেরার পথে পার্বত্য মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী ছিনতাইকারীর কবলে পড়েন। এপিএসকে বহনকারী গাড়িটি কাওরান বাজার সার্ক ফোয়ারা অতিক্রম করার সময় এক ছিনতাইকারী এপিএসের হাতে থাকা মোবাইল ফোন ধরে টান দেয়। এপিএস এ সময় ছিনতাইকারীকে বাধা দিলে ছিনতাইকারী তার হাতে ছুরির আঘাত করে পালিয়ে যান। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তিনি আরো জানিয়েছেন , রাজধানীর স্কয়ার হাসপাতালে শুক্রবার সকাল নয়টার পর এপিএসের হাতে অপারেশন হবে।