ঢাকা, বুধবার ৮ই মে ২০২৪ , বাংলা - 

বান্দরবানে ব্যাংক গুলোতে নিরাপত্তা জোরদার

এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধি।।ঢাকাপ্রেস২৪.কম

2023-02-02, 12.00 AM
বান্দরবানে ব্যাংক গুলোতে নিরাপত্তা জোরদার

সন্ত্রাসী হামলার আশঙ্কায় বান্দরবানের ব্যাংকগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছ।  গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট  (কেএনএফ)  ব্যাংকে হামলা চালাতে পারে এমন খবরে এ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এদিকে  সোমবার রাতে শহরের ব্যাংকগুলোতে হঠাৎ করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।সোনালী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকগুলোয়  নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাত দুইটার দিকে জেলা শহরের ব্যাংকগুলোতে   সেনাবাহিনী ও পুলিশ টহল জোরদার করা হয়েছে।বান্দরবানের সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, ব্যাংকগুলোতে সন্ত্রাসী হামলা হতে পারে এমন খবরে শনিবার রাতে ব্যাংক ভবন ও এটিএম বুথের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া আগের চাইতেও ব্যাংকগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে তিনি জানান। 

রুমার সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ নিজাম উদ্দিন জানিয়েছেন, গত দুইদিন থেকে উপজেলা ব্যাংকগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ব্যাংক গুলোতে  সতর্কভাবে লেনদেন করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন সোমবার গভীর রাতে হঠাৎ করে শহরে সেনাবাহিনী এবং পুলিশের টহল বাড়ানো হয়েছে। এছাড়া ব্যাংক ও এটিএম বুথগুলো ঘেরাও করে রাখা হয়।বান্দরবান পুলিশ সুপার তারিকুল  ইসলাম জানিয়েছেন, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট সাম্প্রতিক সময়ে টানা অভিযানের কারণে সংকটে পড়ায় তারা যে কোন সময় ব্যাংক গুলোতে হামলা করতে পারে এমন খবরে ব্যাংক গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা শহর এবং উপজেলাগুলোতে সিসি ক্যামেরায় নজরদারিসহ পুলিশের টহল ব্যবস্থা আগের চাইতে বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত গত শনিবার বান্দরবানের রুমা উপজেলা টেবিল পাহাড় এলাকায় সেনাবাহিনীর সাথে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের মধ্যে সংঘর্ষে বেনেট থাং ম্রো নামের এক কেএনএফ সদস্য নিহত হয়েছে। সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আতঙ্কে মুন্নুয়াম হ্যাপিহিল,বাসুত্লাং, মুনওয়াম,মুয়ালপি,সানাক্র,ক্যকতাইং পাড়াসহ কয়েকটি পাড়ার শতাধিক লোকজন রুমা উপজেলা সদরে আশ্রয় নেন। তারা এখনো আতঙ্কে এলাকায় ফিরে যাচ্ছে না।