১৯৩০-এর দশকে অবিভক্ত বাংলার রাজশাহীতে আবির্ভাব। তার পর, ৪০ এর দশক থেকে কলকাতায়। যাদবপুর সন্নিহিত একটি এলাকা আজও পরিচিত সুলেখা মোড় নামে। বাঙালি জীবনের পরম্পরার এক টুকরো অংশ সুলেখার কালি। বাঙালির ব্যবসা হয় না, নিন্দকদের এ কথা ভুল প্রমাণ করার দলিল ঝর্না কলম কালির এই কারখানা। আশির দশকে থমকে যাওয়ার পর আবার নতুন করে পথ চলা শুরু একবিংশ শতকের গোড়ার দিকে। অতিমারির সময় ফিরে এল সুলেখার কালি। বাড়ল রঙের তালিকা। আদ্যন্ত এই বাঙালি ব্যবসায়ী প্রতিষ্ঠানের অতীত বর্তমানের গল্প আনন্দবাজার অনলাইনে। শুধু ফেলে আসা সুদিনের রোমন্থন নয়, রইল স্বদেশি কালির আগামীর ভাবনার কথাও। সঙ্গে কালি বানানোর ল্যাবরেটরির অন্দরের ছবি।