ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎমন্ত্রিপরিষদ সচিবের

স্টাফ রিপোর্টার ।।ঢাকাপ্রেস২৪.কম

2023-01-16, 12.00 AM
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎমন্ত্রিপরিষদ সচিবের

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পাওয়ায় মাহবুব হোসেনকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।সাক্ষাৎকালে নতুন মন্ত্রিপরিষদ সচিব তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এদিকে রাষ্ট্রপতিও নতুন মন্ত্রিপরিষদ সচিবের সাফল্য কামনা করেন।

এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন, রাষ্ট্রপতি কার্যালয়ে সংযুক্ত সচিব ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।