ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কমিটির সভাপতি প্রধান শিক্ষক ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোকবুল হোসেন নির্বাচিত হয়েছেন।শনিবার (৭ জানুয়ারি) দুপুরে দায়িত্বপ্রাপ্ত কমিটির আহব্বায়ক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্মণের সভাপতিত্বে ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত সকল সদস্যদের সমঝতার মাধ্যমে ইয়াকুব আলীকে সভাপতি এবং মোকবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ঠ্য একটি নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষনা করা হয়৷
নব গঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে কুশমত আলী ও আব্দুল মান্নান, সহ-সম্পাদক পদে প্রধান শিক্ষক রমজান আলী ও ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক পদে সরকারী শিক্ষক আজিজার রহমান নির্বাচিত হয়েছেন।
এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রধান শিক্ষক আইয়ুব আলী, ইয়াকুব আলী,কুশমত আলী, আব্দুল মান্নান, রমজান আলী, সলেমান আলী, ধরনী কান্ত রায় প্রমুখ।
এছাড়াও সহকারী শিক্ষক কামরুজ্জামান, মুন্নি আকতার ,আবুল কালামসহ পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।