ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

নোয়াখালীতে সেনা প্রধানের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ।।ঢাকাপ্রেস২৪.কম

2022-12-31, 12.00 AM
নোয়াখালীতে সেনা প্রধানের শীতবস্ত্র বিতরণ

৩৩ পদাতিক ডিভিশনের নোয়াখালীর স্বর্ণদ্বীপে শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন ও স্থানীয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ।  শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নোয়াখালীর হাতিয়ার স্বর্ণদ্বীপে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।   সময় আরো উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরী মেজর জেনারেল সুলতানুজ্জামান মো.ছালেহ উদ্দিন,ওএসপি,এসজিপি,এনডিসি, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো.ফখরুল আহসান প্রমূখ।  

 

জানা যায়, সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং ৩৩পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় কক্সবাজার জেলার শ্যামলাপুর ও নোয়াখালীর স্বর্ণদ্বীপে ১১০০টি অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেন।  শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, দুঃস্থ ও গরীব মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রধানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প্ইন কর্মসূচি পরিচালনা করছে।