সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ" />
ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

দুঃস্থদের মাঝে ডেউটিন বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি।।ঢাকাপ্রেস২৪.কম

2022-12-27, 12.00 AM
দুঃস্থদের মাঝে ডেউটিন বিতরণ
সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)সীমান্ত এলাকার সম্প্রীতি-রক্ষায় পাহাড়ে পিছিয়ে পড়া জন সাধারনের জন্য শিক্ষা,চিকিৎসা,সুপেয় পানি সহ আর্থসামাজিক উন্নয়নে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোন আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায়  পলাশপুর জোনের  দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ডেউটিন এবং চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছ  । সোমবার (২৬ ডিসেম্বর ২০২২ইং) সকাল সাড়ে নয়টার দিকে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের সামনে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোনের  দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ডেউটিন এবং চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান  বিতরণ করেন পলাশপুর জোন  ৪০ বিজিবি,র  জোন কমান্ডার লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স,
এ সময় পলাশপুর জোন এর ভারপ্রাপ্ত সুবেদার মেজর নাঃ সুবেঃ সিগঃ মোঃ জসিম উদ্দিন, প্রধান সহকারী মোঃ আইয়ুবুল ইসলাম এবং জোনের অন্যান্য পদবীর সদস্য, বিএসবি, আরআইবি, আরআইসি, বিআইপি সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।