ঢাকা, বৃহস্পতিবার ৯ই মে ২০২৪ , বাংলা - 

শেরপুরে পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা

হামিদুর রহমান, শেরপুর সদর উপজেলা প্রতিনিধি ॥ ঢাকাপ্রেস২৪.কম

2022-12-27, 12.00 AM
শেরপুরে পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা

বাংলাদেশ পুলিশ শেরপুর জেলা কর্তৃক বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২৬ ডিসেম্বর সোমবার বিকেল ৩টায় শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম’র সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।

পরে মশাল প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিক ভাবে ২৬টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় পুলিশ সদস্য, নারী পুলিশ সদস্য, পুলিশ অফিসার, পুলিশ বিভাগের সিভিল কর্মচারীসহ অতিথিদের স্ত্রীগণ অংশ গ্রহণ করেন।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য্য।

এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, শেরপুর পুলিশ লাইন্স ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ -আল-মাহমুদ, শেরপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সানজিদা হক মৌ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, শেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার মো. আবু সালেহ নূরুল ইসলাম হীরু, জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাপ্তাহিক দৃশ্যপট’র প্রকাশক সম্পাদক মো. সাদুজ্জামান সাদী, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক, শেরপুর জেলা ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. জাহাঙ্গীর আলম, শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নানসহ পাঁচ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিগণ এক নৈশভোজে অংশগ্রহণ করেন।