মাদারীপুরে ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে জামাল হাওলাদার (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়েছে।এ ঘটনায় পারেভজ খাঁ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে শহরের দরগা শরিফ এলাকায় এ ঘটনা ঘটে। আহত জামাল হাওলাদারের বাড়ি সদর উপজেলার মহিষেরচর গ্রামে। তিনি চৌরাস্তা এলাকায় কাঁচামালের ব্যবসা করেন।
জানা গেছে, শহরের আড়িয়াল খাঁ নদ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন পারভেজ খাঁ ও তার ছোট ভাই শাওন খাঁ। শনিবার রাতে কেউ তাদের ড্রেজারের কয়েকটি পাইপ ভেঙে ফেলে। এরই জেরে সকালে শহরের চৌরাস্তা এলাকায় পারভেজ ও শাওনের লোকজন জামালকে কুপিয়ে তার দুই হাতের রগ কেটে দেন। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যান তারা। পরে গুরুতর অবস্থায় জামালকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সকালে ভ্যানে করে পুরানবাজারে মালপত্র আনতে যাওয়ার সময় এ হামলার শিকার হন তিনি।এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানা পুলিশ। আটক করা হয় একজনকে। পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীর স্বজনরা।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, লিখিত অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।