৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ভারতের অমৃতসর। কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লি থেকেও। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে এনডিটিভিসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো। মাটি থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র ছিল পাঞ্জাবের অমৃতসর থেকে ২১ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের পরপরই লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। দিল্লিসহ এর আশপাশের বিভিন্ন এলাকা থেকেও কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।