সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবি আদায়ে আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু করতে যাচ্ছে বিএনপি। আগামী ২৪ ডিসেম্বর সারাদেশে এবং ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের মধ্য দিয়ে এ আন্দোলন শুরু করবে বিএনপি। একই দিনে পৃথকভাবে একই কর্মসূচি নিয়ে মাঠে নামবে অন্যান্য রাজনৈতিক দলও।
অর্থাৎ আগামী ২৪ ডিসেম্বরিএবং ৩০ ডিসেম্বর বিএনপি ও সমমনা ২৮ রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের প্রথম ধাপ শুরু হতে যাচ্ছে। এ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করাই দলগুলোর মূল লক্ষ্য।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমরা প্রথম ধাপে শান্তিপূর্ণভাবে ১০ সাংগঠনিক বিভাগে গণসমাবেশ করেছি। এখন আমরা দ্বিতীয় ধাপের আন্দোলন শুরু করেছি। আমাদের এই আন্দোলনের সঙ্গে দেশের গণতন্ত্রপন্থি সব রাজনৈতিক দল ও ব্যক্তির সমর্থন রয়েছে। আশা করি, শান্তিপূর্ণ আন্দোলনে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’
এদিকে সূত্রে জানা যায়, এই আন্দোলন চূড়ান্ত অবস্থায় নিতে চলতি সপ্তাহে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো একজন করে প্রতিনিধি এ কমিটিতে থাকবেন। তবে জামায়াতের কোনো প্রতিনিধি এ কমিটিতে দৃশ্যমান নাও থাকতে পারেন।