ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

তাঁতীদলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ

হামিদুর রহমান, শেরপুর সদর উপজেলা প্রতিনিধি ॥ ঢাকাপ্রেস২৪.কম

2022-11-19, 12.00 AM
তাঁতীদলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ

 শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ১৮ নভেম্বর শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের শান্তিপূর্ণ কর্মী সভা শেষে বাড়ি ফেরার পথে নেতাকর্মীদের বিনা গ্রেফতারী পরোয়ানায় অন্যান্যভাবে গ্রেফতার ও মিথ্যা, গায়েবী মামলা দায়েরের প্রতিবাদে শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপি দলীয় কার্যালয়ে ও জেলা বিএনপির আয়োজনে ১৯ নভেম্বর শনিবার বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শেরপুর জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল। এসময় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, শুক্রবার বিকেলে শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের শান্তিপূর্ণ কর্মী সভা শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে নেতাকর্মীদের পুলিশ বিনা উস্কানিতে তাদের উপর হামলা চালায়। এছাড়াও অন্যায়ভাবে ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং ৩৬ জনকে চিহ্নিত ও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামী করে শ্রীবরদী থানায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সারাদেশে বিএনপির নেতাকর্মীরা গণতান্ত্রিকভাবে আন্দোলনে মাঠে মেনেছে। এরই ধারাবাহিকতায় শেরপুর জেলা বিএনপি এবং অঙ্গদল গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ সভা করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে জেলা বিএনপি সভাপতি মো. মাহমুদুল হক রুবেল বলেন, সরকার পুলিশকে দিয়ে বিএনপি ও জনগণের মুখোমুখি এবং প্রতিপক্ষ হিসেবে দ্বার করাচ্ছে। আগামীতে আন্দোলন সংগ্রামে রাজপথে বাধা দেয়া হয় তাহলে আমরা প্রতিরোধ করবো এবং বিএনপি নেতাকর্মীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যদি পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয় এর জন্য শেরপুর পুলিশ প্রশাসন দায়ী থাকবে বলে তিনি এমনটাই জানান। সংবাদ সম্মেলনে শেরপুর জেলা বিএনপি সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, এডভোকেট সামিউল ইসলাম আতাহার, আব্দুর রহিম দুলাল, এডভোকেট রাশেদুর রহমান রাসেল, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রূপম, মামুনুর রশিদ পলাশ, সদর থানার বিএনপি সদস্য সচিব ফরহাদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. সৈকত হোসেন, জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।