ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

কাপুর পরিবার সদস্যদের পড়াশোনার দৌড়

ডেস্ক নিউজ।। ঢাকাপ্রেস২৪.কম

2022-11-09, 12.00 AM
কাপুর পরিবার সদস্যদের পড়াশোনার দৌড়

নাম, যশ এবং প্রতিপত্তির দিক থেকে বলিউডের সব থেকে উচ্চস্থানে রয়েছেন কাপুর পরিবার (Kapoor Family)। এই পরিবারের হাত ধরে বলিউডের প্রথম জয়যাত্রা শুরু হয়েছিল তাই এই পরিবারের মানুষদের একটু আলাদা চোখে দেখে প্রত্যেকেই। এই পরিবার শুধুমাত্র এমন একটি পরিবার যার প্রত্যেক সদস্য সুপারস্টার। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন শিক্ষা-দীক্ষার দিক থেকে একেবারেই এগিয়ে নেই তারা। এক কথায় এই পরিবারকে অশিক্ষিত পরিবার বললেও কম বলা হবে না।রাজ কাপুরের বংশধরেরা খুব একটা বেশি এগোতে পারেননি পড়াশোনা দিক থেকে কারণ ছোটবেলা থেকেই অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা। এই পরিবারের সদস্যরা ছোট থেকেই অভিনয় জগতে পদার্পণ করে ফেলেন বলে পড়াশোনাকে একপ্রকার বাদ দিয়ে দেন তারা। এই পরিবারে সবথেকে বেশি উচ্চশিক্ষিত সদস্য হলেন রণবীর কাপুর। তিনি প্রথম এই পরিবারের সদস্য যিনি দশম শ্রেণি পাস করেন। এর আগে কোন মানুষ মাধ্যমিক পাস করেননি এই পরিবারের।তবে রণবীর যে মাধ্যমিক পাস করবেন সেই আশাও কেউ করেননি। তবে সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার রণবীর পেয়েছিলেন ৫৩.৪ শতাংশ। এই আনন্দ পরিবারের কাছে কোন অনুষ্ঠানের থেকে কম ছিল না। রণবীরের পাশ করার আনন্দে সেদিন একটি বড় পার্টির আয়োজন করা হয়েছিল, যার সাক্ষী ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন নিজেই। সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাৎকার দিতে গিয়ে একবার রণবীর কাপুর বলেন, সত্যিই আমি মাধ্যমিক পাস করেছিলাম প্রথম। এর আগে কেউ কোনদিন মাধ্যমিকের গন্ডি পের হতে পারেনি। কপিল শর্মা শোতে এসেও মৃত্যু খবর একবার পরিবারের সকলকে লাল্লু বলে অভিহিত করেছেন, যদিও পরে তিনি নিজেকে সামলে নিয়ে বলেন আসলে আমি বলতে চেয়েছিলাম এই পরিবারের সকলে বাইরে থেকে যতই শক্ত হোক না কেন মনের দিক থেকে বড্ড নরম।