বরিশালের বানারীপাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০২২ ও উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৯ নভেম্বর বুধবার সকাল ১০টায় পৌর শহরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান,থানার ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন আইসিটি কর্মকর্তা হাফিজ-আল আসাদ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে মেলায় প্রদর্শণীতে অংশ নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রথম, উপজেলা ভূমি অফিস দ্বিতীয় ও উপজেলা সমাজসেবা অফিস তৃতীয় হয়ে সম্মাননা ক্রেষ্ট অর্জণ করেন। এছাড়াও প্রদর্শণীতে অংশ নেওয়া সব দপ্তরকে সনদ দেওয়া হয়। ###
বানারীপাড়ায় যমুনা লাইফ ইনসিওরেন্স
কোম্পানীর সার্ভিস সেন্টার উদ্বোধন
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর (লিঃ) সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। ৯ নভেম্বর বুধবার বেলা ১২টায় বানারীপাড়া সার্ভিস সেন্টারের ইনচার্জ শান্তানু আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুল হাসান খন্দকার। বিশেষ আলোচক ছিলেন যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের উপ- ব্যবস্থাপনা পরিচালক মো. খায়রুল মোমিন কাজল। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের বরিশাল বিভাগের জেএএমডি ( উন্নয়ন) মিজানুর রহমান। বানারীপাড়া সার্ভিস সেন্টারের ডিজিএম (উন্নয়ন) মো. মনিরুজ্জামান খোকনের সঞ্চালনায় এছাড়াও অতিথি ছিলেন যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের বরিশালের জিএম (উন্নয়ন) মো. ইনজামুল হক পিয়াল ও মনিকা রহমান, বানারীপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ ।