ঝালকাঠির রাজাপুরের পূর্ব ফুলহার গ্রামে ফাহিমা বেগম (৩৯) নামে এক বিধবা নারীর উপর হামলা ও তার বসতঘর ভাঙচুর করে সোনা, টেউটিন ও মালপত্র লুটপাটের অভিযোগে আল আমিন মাঝি (৩০) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে রাজাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আল আমিনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। আল আমিন উপজেলার পূর্ব ফুলুহার গ্রামের হারুন মাঝির ছেলে। ফাহিমা বেগম পূর্ব ফুলহার গ্রামের মৃত মালেক কাজির স্ত্রী। এ ঘটনায় ২২ অক্টোবর রাতে রাজাপুর থানায় ফাহিমা বেগম বাদি হয়ে ৬ জনসহ ১০ জনের নামে মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর দুপুরে আসামীরা ফাহিমা বেগমের বাড়িতে প্রবেশ করে জমি দখলের উদ্দেশ্যে টিনের বসতঘর ভাঙচুর শুরু করে। তখন ফাহিমা বেগমের ছেলে রমজান বাধা দিতে গেলে তাকে মারধর করে। তখন ছেলেকে রক্ষা করতে গেলে আসামীরা ফাহিমা বেগমকে খুনের উদ্দেশ্যে মাথা কুপিয়ে জখমসহ মারধর করে সোনার চেইন, ঢেউটিন ২ বানসহ ঘরের মালপত্র ছিনিয়ে নেয়। মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার এসআই নাজমুজ্জামান জানান, এ ঘটনায় ফাহিমা বেগম মামলা দায়ের করলে মামলার ১ নং আসামী আল আমিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।