ঢাকা, শুক্রবার ২৯ই মার্চ ২০২৪ , বাংলা - 

পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হামিদুর রহমান, শেরপুর সদর উপজেলা প্রতিনিধি ॥ ঢাকাপ্রেস২৪.কম

2022-09-27, 12.00 AM
 পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পর্যটনে নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফেলুন উড়িয়ে এক বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। পরে র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, শেরপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক সুকল্প দাস, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) হুমায়ুন কবীর, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলা ব্র্যান্ডিং এর সদস্য, উদ্যোক্তা, স্কাউটস, বিএনসিসি ও রেড ক্রিসেন্টের সদস্যরা অংশগ্রহণ করেন।     

র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ শেরপুর জেলার সংক্ষিপ্ত পরিচিত ও জেলার বিভিন্ন দর্শনীয় স্থান সমূহের ভিডিও চিত্র প্রদর্শন করেন। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। 

এসময় তিনি বলেন, শেরপুর পর্যটনের জন্য সম্ভাবনাময় একটি জেলা। এ জেলায় পর্যটন শিল্পের বিকাশে যা যা করণীয় সবই করা হবে। ইতোমধ্যে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে ৫ একর জায়গা জুড়ে একটি উন্নতমানের মোটেল নির্মাণের জন্য পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহোদয়, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন। আশা করছি এটি নির্মাণ হয়ে গেলে জেলার পর্যটনে নতুন মাত্রা যোগ করবে। তাহলেই পর্যটন স্থান সমূহ পর্যটক বান্ধব পরিবেশ তৈরি হবে। এতে স্থানীয় জনগণই উপকৃত হবে।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক সুকল্প দাস, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর, জেলা ব্র্যাক প্রতিনিধি ফারহানা মিল্কী প্রমুখ। 

বক্তব্য শেষে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে পর্যটনের আনন্দে, তুলশীমালা সুগন্ধে-শেরপুর পর্যটন ও ব্র্যান্ডিং মেলা ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ মেলার স্টল গুলো পরিদর্শন করেন।  মেলায় ৬টি স্টল বসানো হয়। স্টলগুলোতে শেরপুরের অন্যতম ব্র্যান্ডিং পণ্য তুলশিমালা চাল, জামদানি ও বিভিন্ন নামকরা খাবারের স্টলসহ কৃষি বিভাগের স্টল রয়েছে।