ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

সাঁতার প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ

হামিদুর রহমান, শেরপুর সদর উপজেলা প্রতিনিধি ॥

2022-09-12, 12.00 AM
সাঁতার প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ

 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় শেরপুরে আন্তঃউপজেলা সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা শহরের মাধবপুরস্থ জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ওই প্রতিযোগিতায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭২জন বালক ও বালিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার। এসময় তিনি বলেন, সমগ্র বিশ্বেই সাঁতার প্রতিযোগিতা ব্যাপক জনপ্রিয়। দেশের তরুণ প্রজন্মকে সাঁতার প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে তাদের বেশি করে প্রশিক্ষণ দিতে হবে। এক্ষেত্রে তাদের জন্য প্রতিনিয়ত সাঁতার প্রতিযোগিতার আয়োজন করতে এবং তাদেরকে সাঁতারে উদ্বুদ্ধ করতে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। তবেই আমরা জেলা পর্যায় থেকে বিশ্বমানের সাঁতারু খুঁজে পাবো। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শরিফুর রহমান, জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রমুখ। এসময় শেরপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম মনি, ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ জিন্নত আলী, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কহিনূর বেগম বিদ্যুৎ, কার্যকরী সদস্য শরিফুন নাহার শম্পাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।