ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

পরীডাঙ্গা বিলে মাছের পোনা অবমুক্ত

হামিদুর রহমান, শেরপুর সদর উপজেলা প্রতিনিধি ॥ ঢাকাপ্রেস২৪.কম

2022-09-12, 12.00 AM
পরীডাঙ্গা বিলে মাছের পোনা অবমুক্ত

 “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের পরীডাঙ্গা বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় শেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দপ্তরের বাস্তবায়নে ওই পোনা মাছ অবমুক্ত করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি। এসময় তিনি বলেন, যেখানে পানি আছে সেখানেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছ ছাড়ার নির্দেশ দিয়েছেন, আমরা ভাতে-মাছে বাঙালী। আজ এখানে ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হলো, এই মাছ বড় হলে এলাকার গরীব মানুষেরা খেতে পারবেন, কিন্তু যে পর্যন্ত মাছ বড় না হচ্ছে সে পর্যন্ত এই মাছ কেউ ধরবেন না। 

 

পোনা মাছ অবমুক্তকরণকালে জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেছা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কামারিয়া ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মৎস্য অফিসারের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।