ঢাকা, বুধবার ৮ই মে ২০২৪ , বাংলা - 

শেরপুরে মাদক সম্রাজ্ঞী রিনা গ্রেফতার

হামিদুর রহমান, শেরপুর সদর উপজেলা প্রতিনিধি ॥ ঢাকাপ্রেস২৪.কম

2022-09-07, 12.00 AM
শেরপুরে মাদক সম্রাজ্ঞী রিনা গ্রেফতার

শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রিনা বেগম (৪৫) হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে। ৫ সেপ্টেম্বর সোমবার বিকেল পনে ৬টার দিকে শেরপুর জেলা সদর হাসপাতাল সড়কে অভিযান চালিয়ে সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছা. রিনা বেগম সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আরশাদ মিয়ার স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিকের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) এসএম আব্দুল্লাহ আল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ সোমবার বিকেল পনে ৬টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদর হাসপাতাল সড়কে অভিযান চালায়। এসময় কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছা. রিনা বেগমকে আটক করে। পরে তার কাছে রক্ষিত প্লাস্টিকের বয়াম এর ভিতর সাদা পলিথিন কাগজে মোড়ানো ২০ পুড়িয়া হেরোইন (ওজন ২০ গ্রাম) উদ্ধার করে। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মোছা. রিনা বেগমের বিরুদ্ধে মাদক আইনে ৮টি মামলা রয়েছে।