ঢাকা, শনিবার ২০ই এপ্রিল ২০২৪ , বাংলা - 

সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড জেনারেল নিহত

আর্ন্তজাতিক ডেস্ক ।। ঢাকাপ্রেস২৪.কম

2022-08-23, 12.00 AM
সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড জেনারেল নিহত

সিরিয়ায় মিশনে গিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস’র (আইআরজিসি) এক জেনারেলর নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।ইরনার বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, রোববার (২১ আগস্ট) ইরানের বিপ্লবী গার্ড জেনারেল আবোলফজল আলিজানি সিরিয়ায় নিহত হন। আইআরজিসির স্থল বাহিনীর এ সদস্য সেখানে সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।

আলিজানিকে ‘যুদ্ধক্ষেত্রের রক্ষক’ হিসেবে অবিহিত করেছে ইরান। এ ধরনের উপাধি সিরিয়া বা ইরাকে কাজ করা ইরানি সমর নেতাদের দেওয়া হয়ে থাকে। কোন হামলায় কীভাবে আলিজানি নিহত হয়েছেন, এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইরান বলছে, দামেস্কের আমন্ত্রণে নিজেদের সেনা বাহিনী সিরিয়ায় মোতায়েন করা হয়েছিল। এবং তা শুধু উপদেষ্টা হিসেবে।এর আগেও আইআরজিসির পাঁচ সদস্য সিরিয়ায় নিহত হন। আগস্টে এ ঘটনার পর ডিএনএ টেস্টের মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিতের পর তাদের জানাজা করা হয়।

তার আগে গত মার্চে সিরিয়ায় গার্ডসের দুই সদস্য নিহত হন। ইসরায়েলি হামলায় এ ঘটনাটিকে অপরাধ মন্তব্য করে তাদের ‘মূল্য চোকাতে হবে’ বলেও হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সূত্র : আরব নিউজ