সম্প্রতি জ্বালানি তেল, সার,গাড়িভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে সোমবার ২২ আগস্ট বিকেলে উপজেলা বিএনপি'র আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরশহরের পলাশ চত্বরে উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা
বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা তৈমুর রহমান। আরো বক্তব্য দেন- জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক
সম্পাদক এ্যাডভোকেট জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির নেতা শাহাদত হোসেন, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক হজরত আলী প্রমুখ। সঞ্চালনা করেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার।
সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বর্তমান আওয়ামী লীগ সরকাকে ফ্যাসিস্ট স্বেচ্ছাচারি
বলে উল্লেখ করে পেট্রোল, ডিজেল, সার,যানবাহন ভাড়া ও নিত্যনপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে তীব্র প্রতিবাদ জানান। এইসাথে তারা জাতীয় নির্বাচনে সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। আগামিতে তারা অবাধ নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের দাবি জনান।