ঢাকা, বুধবার ৮ই মে ২০২৪ , বাংলা - 

মঞ্চস্থ হলো নাটক ‘কফিনবন্দি বাংলাদেশ’

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।। ঢাকাপ্রেস২৪.কম

2022-08-21, 12.00 AM
মঞ্চস্থ হলো নাটক ‘কফিনবন্দি বাংলাদেশ’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত সৈয়দ জাকির হোসেন ইমন রচিত ও নির্দেশিত এবং রেপাটরী নাট্যদলের প্রয়োজনায় নাটক "কফিনবন্দি বাংলাদেশ" জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে গত শনিবার ২০ আগস্ট রাতে মঞ্চস্থ  হয়েছে। বঙ্গবন্ধুর দাফনের উপর নির্মিত ঐতিহাসিক ঘটনা নির্ভর এ নাটকের মঞ্চায়ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, বীর মুক্তিযোদ্ধা রুপ কুমার গুহ ঠাকুরতা, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবকুমার গুহ ঠাকুরতা প্রমুখ।