স্বাধীনতা ও মুজিববর্ষের অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া ও মালদ্বীপের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করবে মালদ্বীপ। বৈঠকে অবৈধ শ্রমিকদের বৈধ করার বিষয়ে আলোচনা হয়েছে। যা আঞ্চলিক যোগাযোগ শীর্ষ বিষয়ের মধ্যে একটি।