ঢাকা, শনিবার ২০ই এপ্রিল ২০২৪ , বাংলা - 

শেরপুরে সার্ভিস স্টেশনে তেল কম দেয়ায় জরিমানা

হামিদুর রহমান, শেরপুর সদর উপজেলা প্রতিনিধি ॥ ঢাকাপ্রেস২৪.কম

2022-08-10, 12.00 AM
শেরপুরে সার্ভিস স্টেশনে তেল কম দেয়ায় জরিমানা

শেরপুর জেলা শহরের গৌরীপুর এলাকার মমিনবাগ সার্ভিস স্টেশনে জ্বালানি তেল বিক্রয়ে পরিমাপে কম ও কারচুপি করার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) দুপুরে মমিনবাগ সার্ভিস স্টেশনকে শেরপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা আদায় করেছে। ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় ও শেরপুর জেলা প্রশাসকের সহযোগিতায় বুধবার দুপুরে শেরপুরের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক রুবেল আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার গৌরীপুর এলাকার মমিনবাগ সার্ভিস স্টেশনে অভিযান চালায়। এসময় ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি ও প্রতি ৫ লিটারে ২৭০ মিলি লিটার পেট্রোল কম দেয়ার অভিযোগে ওই প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে দ-িত ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন। এছাড়াও ওই সার্ভিস স্টেশনকে তেল বিক্রয়ে সঠিক মাপ দিয়ে বিক্রির নির্দেশনা দেন। 

এব্যাপারে শেরপুরের ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক রুবেল আহম্মেদ বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।