ঢাকা, শনিবার ২০ই এপ্রিল ২০২৪ , বাংলা - 

টেকনাফের ইউএনও'কে শোকজ

,জাফর আলম,কক্সবাজার:জেলা প্রতিনিধি ॥ ঢকিাপ্রেস২৪.কম

2022-07-25, 12.00 AM
টেকনাফের ইউএনও'কে শোকজ

কক্সবাজারের টেকনাফের ইউএনও কায়সার খসরুর সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালির ঘটনায়  কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক। সোমবার(২৫ জুলাই)  সকালে এই নোটিশ জারি করেন জেলা প্রশাসন। নোটিশ জারির হওয়ার পরবর্তী ৭ দিনের মধ্যে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।গত ২১ জুলাই ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে ঢাকা পোস্টে একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকতা প্রতিবেদককে আশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।এঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন ইউএনও। গেল শুক্রবার এ ঘটনার জন্য ইউএনও সাংবাদিক নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেন। জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের নেতৃত্বে সেদিনের সার্কিট হাউজে বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকতা কায়সার খসরুকেসহ দুই জন অতিরিক্ত জেলা প্রশাসক এবং কক্সবাজারের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।এদিকে ইউএনওর আশালীন আচরনের ব্যাপারে বিরূপ মন্তব্য করেছে হাইকোর্ট। আদালত বলেছেন, একজন প্রথম শ্রেণির কর্মকর্তা যে ভাষা ব্যবহার করেছেন তা একেবারেই অগ্রহণযোগ্য ও আপত্তিকর। কোনো রং হেডেড ব্যক্তি ছাড়া এ ধরনের ভাষা কেউ ব্যবহার করতে পারেন না।রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।