ঢাকা, শুক্রবার ২৯ই মার্চ ২০২৪ , বাংলা - 

উন্নত ক্যারিয়ার গঠনে ডিগ্রির গুরুত্ব অপরিসীম:ড.সেলিম

ষ্টাফ করেসপন্ডেন্ট ।। ঢাকাপ্রেস২৪.কম

2022-07-21, 12.00 AM
উন্নত ক্যারিয়ার গঠনে ডিগ্রির গুরুত্ব অপরিসীম:ড.সেলিম

বর্তমান প্রতিযোগিতাশীল বিশ্বে উন্নত ক্যারিয়ার গঠন করতে প্রফেশনাল ডিগ্রির গুরুত্ব অপরিসীম মর্মে উল্লেখ করেছেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ। সম্প্রতি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল, আইসিএমএবি'র উদ্যোগে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি তাঁর বক্তব্যে উন্নত ক্যারিয়ার গড়তে সংশ্লিষ্টদের আইসিএমএ গ্রাজুয়েট এবং দক্ষ কস্ট এন্ড ম্যানেজমেন্ট এনালিস্ট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে এক্ষেত্রে আইসিএমএবি'র সার্বিক সহায়তা গ্রহণের পরামর্শ দেন।

সরকারি কমার্স কলেজ, চট্টগ্রামে অনুষ্ঠিত ‘ব্যয় ব্যবস্থাপনা হিসাবায়ন: ব্যবসায় গ্রাজুয়েটদের জন্য একটি উন্নত পেশা’ শীর্ষক উক্ত সেমিনারে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুশেন কুমার বড়–য়া সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন।  সিবিসি’র চেয়ারম্যান আসাদুর রহমান, এফসিএ’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে, কমার্স কলেজের সহ. অধ্যাপক আলাউদ্দিন আল আজাদ এবং আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইসিএমএবি, চট্টগ্রামের সদস্য, কমার্স কলেজের শিক্ষক এবং বিবিএ ও এমবিএ’র শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।