ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

ইরানবিরোধী ঘোষণায় সই যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

আর্ন্তজাতিক ডেস্ক ।। ঢাকাপ্রে২৪.কম

2022-07-15, 12.00 AM
ইরানবিরোধী ঘোষণায় সই যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

ইরানবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল। তেহরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে নতুন করে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরাইলের অন্তর্র্বতী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। এ নিয়ে তারা একটি যৌথ ঘোষণায় সই করেছেন।জেরুজালেমে প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ বৃহস্পতিবার (১৪ জুলাই) এই যৌথ ঘোষণায় সই করেন।

জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার চারদিনের জন্য মধ্যপ্রাচ্য সফরে গেছেন। সফরের দ্বিতীয় দিনে গতকাল সকালে দুই জনের মুখোমুখি বৈঠক হয়। এরপরই তারা ইরানবিরোধী ঘোষণায় সই করেন। এতে বলা হয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থামাতে যুক্তরাষ্ট্র তার জাতীয় শক্তির সবকিছু ব্যবহার করবে। এই ঘোষণায় ইসরায়েলকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ওয়াশিংটন।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে জো বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন ২০১৬ সালে ১০ বছর মেয়াদি রেকর্ড ৩ হাজার ৮০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ সই হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে।