ঢাকা, বুধবার ২৪ই এপ্রিল ২০২৪ , বাংলা - 

শ্রেণীকৃত ঋণ হ্রাস ও মুনাফা অর্জনে বিএইচবিএফসি’র অনন্য রেকর্ড

ষ্টাফ করেসপন্ডেন্ট ।। ঢাকাপ্রেস২৪.কম

2022-07-15, 12.00 AM
শ্রেণীকৃত ঋণ হ্রাস ও মুনাফা অর্জনে  বিএইচবিএফসি’র অনন্য রেকর্ড

সরকারি পর্যায়ে গৃহঋণ প্রদানকারী একমাত্র আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ২০২১-২০২২ অর্থবছরে প্রতিষ্ঠানটির অর্জননির্দেশক প্রায় সবগুলি সূচকে অনন্য সাফল্য অর্জন করেছে। ঋণ মঞ্জুরী, ঋণ বিতরণ ও সামগ্রিক খেলাপি ঋণ আদায়ের মতো প্রধানতম সূচকসমূহে অর্জন এ যাবৎকালে সর্বোচ্চ রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে। শ্রেণীকৃত ঋণ কমিয়ে আনার ক্ষেত্রেওপ্রতিষ্ঠানটি পূর্বের সকল রেকর্ডকে পেছনে ফেলে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। সদ্য সমাপ্ত অর্থবছর শেষে প্রতিষ্ঠানটির শ্রেণীকৃত ঋণের পরিমাণ মোট ঋণ স্থিতির মাত্র ৪.৭২ শতাংশ যা সকল সরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে সর্বনিম্ন। শ্রেণীকৃত ঋণ

হ্রাস এবং বছরজুড়ে ব্যয় সংকোচনের বিপরীতে সার্বিক আদায় ও আয় বেশি হওয়ায় প্রতিষ্ঠানটি এ অর্থবছরে প্রায় ২৩০ কোটি টাকার কর-পূর্ব মুনাফা অর্জনে সক্ষম হবে

মর্মে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম আশাবাদ ব্যক্ত করেছেন। বছরজুড়ে বিরূপ আর্থসামাজিক অবস্থার মধ্যেও প্রতিটি সূচকে রেকর্ড এ অর্জন সঠিক

নেতৃত্ব ও নিবিড় তদারকীর পাশাপাশি প্রতিষ্ঠানটির সারাদেশের সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারীদের অদম্য আন্তরিক পরিশ্রমের ফসল মর্মে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান।

বিএইচবিএফসি সারাদেশে মোট ৮৬টি মাঠকার্যালয়ের মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ এবং ফ্ল্যাট ও হাউজিং ইক্যুপমেন্ট ক্রয়ে সরল সুদে ঋণ প্রদান ও বিনিয়োগ করে থাকে। জাতির

পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে পূর্ববর্তী অর্থবছরে চালুকরা জিরো ইক্যুইটি গৃহ নির্মাণ ঋণ এবং এ অর্থবছরে চালুকৃত শরিয়াহভিত্তিক

বিনিয়োগ প্রকল্প মনজিলসহ মোট ১২টি ঋণ ও বিনিয়োগ প্রোডাক্টের অনুকূলে এ অর্থবছরে মোট ৭০০ কোটি টাকা মঞ্জুরী ও ৬০০ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা স্থির করা

হয়। বছরান্তে মঞ্জুরী ও বিরতণকৃত ঋণ ও বিনিয়োগের পরিমাণ যথাক্রমে ৭১৫ ও ৫৮৯ কোটি টাকা। এক্ষেত্রে লক্ষ্যমাত্রার বিপরীতে ঋণ ও বিনিয়োগ মঞ্জুরী ও বিতরণের হার যথাক্রমে ১০২ ও ৯৮

শতাংশ। এ অর্থবছরে ঋণ মঞ্জুরী ও ঋণ বিতরণে প্রবৃদ্ধি যথাক্রমে ১৫.৫০ ও ১৪.৫৯ শতাংশ। সদ্যসমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির মোট ঋণ আদায়ে প্রবৃদ্ধি ১৫.৪০ শতাংশ। আদালতে

বিচারাধীন ৯৯টি মামলা নিষ্পত্তির লক্ষ্যমাত্রার বিপরীতে নিষ্পত্তি করা হয়েছে ১৭৭টি। এক্ষেত্রে লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন ১৭৮.৭৯ শতাংশ। পক্ষান্তরে, ১৭০টি সামগ্রিক বানিজ্যিক অডিট

আপত্তি নিষ্পত্তির লক্ষ্যমাত্রার বিপরীতে নিষ্পত্তি হয়েছে ১৯৩টি। লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন ১১৩.৫৩ শতাংশ। কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের সুদৃঢ় নেতৃত্ব, দিক নির্দেশনা ও

নিবিড় তদারকি এবং লক্ষ্য অর্জনে বছরব্যাপী ঋণ সেবা সহজীকরণ, প্রক্রিয়া অটোমেশনসহ নানাবিধ বিশেষ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ফলে প্রায় প্রতিটি সূচকে অনন্য এ অর্জন সম্ভব হয়েছে।