ঢাকা, বৃহস্পতিবার ৯ই মে ২০২৪ , বাংলা - 

শ্রীলংকায় নতুন সরকার গঠনের প্রচেষ্টা

আর্ন্তজাতিক ডেস্ক ।। ঢাকাপ্রে২৪.কম

2022-07-11, 12.00 AM
শ্রীলংকায় নতুন সরকার গঠনের প্রচেষ্টা

শ্রীলংকার বিরোধীদলগুলো একটি নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা শুরু করেছে।গতকাল বিক্ষোভের মুখে বর্তমান প্রেসিডেন্ট তার প্রাসাদ থেকে পালিয়ে পদত্যাগের ঘোষণা দেয়ার পর শ্রীলংকায় রাজাপাকশা ভ্রাতৃদ্বয়ের নেতৃবাধীন সরকারটি ধসে পড়ে।বিরোধী দলগুলো বলছে, সরকার গঠনের মতো যথেষ্ট সমর্থন পার্লামেন্টে তাদের আছে বিক্ষোভকারীরা এখনো প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে রেখেছে।ওদিকে বিক্ষুব্ধ জনতা শনিবার প্রেসিডেন্টের প্রাসাদে হামলা ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন দেয়ার পর সামরিক বাহিনী রোববার জনগণকে দেশে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে।

সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনা বিরুদ্ধে শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।শ্রীলঙ্কার প্রতিরক্ষা বাহিনীর স্টাফ প্রধান বলছেন, শান্তিপূর্ণ উপায়ে বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের একটা সুযোগ তৈরি হয়েছে।

শনিবার সারা দিন ধরে বিশৃঙ্খলা ও সহিংসতার মধ্যে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশা বুধবার পদত্যাগ করবেন এমন ঘোষণা করার পর সেনাবাহিনীর তরফ থেকে এই আবেদন জানানো হয়।বর্তমান প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহেও পদত্যাগ করতে রাজি হয়েছেন।