শেরপুর জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ২৬ জুন রোববার সকাল সাড়ে ১১টায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঘোষণা করা হয়েছে।শেরপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের এর সঞ্চালনায় প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।শেরপুর পৌরসভার প্যানেল মেয়র, সকল কাউন্সিলর, বিভিন্ন সমাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণদের উপস্থিতিতে বাজেট অনুষ্ঠানে মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এ বাজেট উপস্থাপন করেন। এসময় তিনি বলেন, ২০২২-২০২৩ অর্থ-বছরে শেরপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক সুবিধা বাড়াতে এবং পৌরসভার উন্নয়নে ৮১ কোটি ১৭ লক্ষ ৭৭ হাজার ৭৬৭.৫২ টাকা আয়, ৭০ কোটি ৫৭ লাখ ৩১ হাজার টাকা ব্যয় এবং ১০ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৭৬৭ টাকা উদ্বৃত্ত দেখিয়ে তিনি এ বাজেট ঘোষণা করেছেন। বাজেট ঘোষণাকালে মেয়র লিটন আরো বলেন, শেরপুর পৌরসভার নাগরিকদের অন্যান্য সুবিধা বাড়াতে এবং সেই সাথে সবুজ নগরায়ন ও পরিচ্ছন্ন শহর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।
পরে মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক মো. হুমায়ুন কবীর রুমান। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নূরুল ইসলাম হিরু।
বাজেট অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ জিএইচ হান্নান, শেরপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, সঞ্জিব চন্দ বিল্টু, আবুল হাসিম প্রমুখ।
বাজেট অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, শামছুন্নাহার কামাল, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, পৌরসভার প্যানেল মেয়র-১ মো. নজরুল ইসলাম, প্যানেল মেয়র-২ মো. কামাল হোসেন, প্যানেল মেয়র-৩ নাজমা বেগম, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান হাবিব, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাছিরুল আলম নাইদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আঃ সাত্তার মিয়া, ৭নং ওয়ার্ড কাউন্সিলর নিজাম উদ্দিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল মিয়া, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস আলী গেন্দাকুল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর স্মৃতি পারভীন, পৌরসভার সচিব আবু লায়েছ বজলুল করিম, হিসাব রক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ শেলীম আলম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, পৌর কর্মচারী সংসদের সহ-সভাপতি নূর-ই-আলম চঞ্চল, বিভিন্ন সমাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।