ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

মারিউপোলে একদিনের যুদ্ধবিরতি

ডেস্ক রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2022-04-01, 12.00 AM
মারিউপোলে একদিনের যুদ্ধবিরতি

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মারিউপোল শহরে একদিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া - আর এর পর অবরুদ্ধ শহরটি থেকে বেসামরিক লোকদের বের করে নিতে এবং মানবিক ত্রাণ পৌঁছে দেবার জন্য ইউক্রেনের সরকার সেখানে অনেকগুলো বাসের একটি বহর পাঠাচ্ছে।যুদ্ধবিরতি ঘোষিত হলেও তা টিকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।রেডক্রস বলছে, তারা বেসামরিক লোকদের মারিউপোল থেকে বের করে নেবার কার্যক্রমে নেতৃত্ব দিতে প্রস্তুত - যদি সব পক্ষ এ কার্যক্রমের সময়কাল, পথ এবং শর্তাবলী নিয়ে একমত হয়। রেডক্রসের বাসগুলোও এখন মারিউপোলে যাবার পথে রয়েছে।

রুশ বাহিনীর প্রচণ্ড বোমা ও গোলাবর্ষণের শিকার শহরটিতে হাজার হাজার লোক আটকে আছে। একজন মুখপাত্র বলেছেন, নিরাপত্তা ও পরিবহনের ব্যবস্থাপনার কারণে মারিউপোলের লোকদের বের করে নেবার কাজ শুক্রবারে সম্পন্ন হবে। এর আগে ইউক্রেনের সরকার ৪৫টি বাস পাঠানোর কথা জানানোর পর বৃহস্পতিবারই এ কাজ শুরু হবে বলে আশা করা হয়েছিল ।