তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়ার শান্তি আলোচনার মধ্যেই ৪৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও চেক রিপাবলিক।মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে একযোগে এই পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা দেওয়া হয়।খবর: বিবিসিবেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইল্মস বলেন, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এসব রুশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি আমরা।জানা গেছে, বেলজিয়ামে নিযুক্ত রুশ কূটনীতিকের সংখ্যা ২১ জন। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের বেলজিয়াম ছাড়তে হবে। এছাড়াও নেদারল্যান্ডস ১৭ জন, আয়ারল্যান্ড ৪ জন এবং চেক রিপাবলিক একজন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। তারও আগে, এ তিন রাষ্ট্র মিলে ১০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল।