ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

বাংলাদেশে বিভেদের চেষ্টা চলছে: আইনমন্ত্রী

2021-02-07, 12.00 AM
বাংলাদেশে বিভেদের চেষ্টা চলছে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশে বিভেদের চেষ্টা চলছে। এ নিয়ে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মন্ত্রী এ কথা বলেন।  মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আমরা দ্রুত করোনার টিকা পেয়েছি।

বেলা সোয়া ১২টায় এ কর্মসূচি উদ্বোধনের পর তিন পুলিশ সদস্য রমিজ উদ্দিন, আবুল হাসেম ও কামাল হোসেন টিকা নেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ আলম, প্রেসক্লাব সভাপতি মো. মানিক মিয়াকে টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পর মন্ত্রী তাদের অনুভূতি জানতে চান।

হাসপাতাল সূত্র জানায়, উপজেলায় রোববার সকাল ১১টা নাগাদ ১৪৩ জন টিকার জন্য নিবন্ধন করেন। এ উপজেলায় ২৮০ ভায়াল (কাচের শিশি) টিকা এসেছে। যা থেকে ২৮০০০ জন এ টিকা নিতে পারবেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানে অনেকে মধ্যে পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী উপস্থিত  ছিলেন।