ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

যৌনকর্মে উপার্জনের রাস্তা খুঁজছেন পড়ুয়ারা

ডেস্ক রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-11-12, 12.00 AM
যৌনকর্মে উপার্জনের রাস্তা খুঁজছেন পড়ুয়ারা

বিশ্ববিদ্যালয়ের অনেক পড়ুয়াই পড়াশোনার বাইরে উপার্জনের রাস্তা খুঁজতে যৌনকর্মী হিসাবে কাজ করছেন। কেউ আবার অনলাইনে সঙ্গী হচ্ছেন অপরিচিত পুরুষদের। এই গোটা প্রক্রিয়ায় কী ভাবে নিরাপদ থাকতে হবে, তা নিয়ে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছেন ডারহাম বিশ্ববিদ্যালয়। কী ভাবে এই গোটা প্রক্রিয়ায় পড়ুয়াদের পাশে দাঁড়ানো যায়, সে বিষয়ে চেষ্টা চালাচ্ছেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় বিষয়ক মন্ত্রী মিশেল ডোনিলান অবশ্য বলেছেন, ‘‘এ ভাবে কোনও বিশ্ববিদ্যালয়ে এই কোর্স আয়োজন করা যায় না। পড়ুয়ারা যৌনকর্মী হয়ে উঠলে, তা আটকানোর দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। যৌনতা বিক্রি করার বিষয়টিকে স্বাভাবিক করে তোলার মানে হয় না।’’

নাম না করে বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া বলেছেন, ‘‘এই ধরনের পেশার সঙ্গে যুক্ত হওয়া ঝুঁকিপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন একটি বিষয় নিয়ে পরামর্শ দেওয়ার জন্য কর্মশালা আয়োজন করা একেবারেই উচিত নয়।’’ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘যাঁরা এই পেশার সঙ্গে যুক্ত, তাঁরা হয়তো এই ধরনের উদ্যোগে সামিল হয়ে কিছুটা মানসিক জোর পাবেন। কারণ অন্য কোনও ক্ষেত্র থেকে তাঁরা এই বিষয়ে মানসিক জোর পান না।’’