ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

পাক সেনাপ্রধানের ইস্তফার দাবি’র ‘অপরাধে’জেল

আন্র্তজাতিক রিপোর্ট।।ঢাকাপ্রেস২৪.কম

2021-10-30, 12.00 AM
পাক সেনাপ্রধানের ইস্তফার দাবি’র ‘অপরাধে’জেল

পাক সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়ার ইস্তফার দাবি তোলার ‘অপরাধে’ জেল হল সে দেশের এক প্রাক্তন সেনা আধিকারিকের ছেলের।রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাকিস্তানের সেনা আদালত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাফর মেহদি আসকারির ছেলে হাসান আসকারিকে পাঁচ বছর কারাদণ্ডের সাজা দিয়েছে। একটি পাক সংবাদপত্রের দাবি, গত জুলাইয়ে হাসানের বিরুদ্ধে চার্জ গঠন করেছিল পাক সেনা আদালত। ইসলামাবাদ হাই কোর্টের নির্দেশে গোটা শুনানিপর্বের ভিডিয়ো তোলা হয়েছিল।

গত সেপ্টেম্বরে জেনারেল বাজওয়ার কার্যকালের সময়সীমা বাড়ানোর বিরোধিতা করে তাঁর ইস্তফা চেয়েছিলেন পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার হাসান। তাঁর পরেই তাঁকে রাষ্ট্রীয় সুরক্ষা আইনে গ্রেফতার করা হয়।আত্মপক্ষ সমর্থমনের জন্য সেনা বাহিনীরই এক আইনি আধিকারিককে কৌঁসুলি হিসেবে পেয়েছিলেন হাসান। পঞ্জাবের শাহিওয়াল জেলে শুনানির পর অভিযুক্তকে ‘অপরাধী’ ঘোষণা করা হয়েছে। মেজর জেনারেল মেহদির অভিযোগ, সাজা ঘোষণার পরে রওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়েছেন তিনি।