ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-10-12, 12.00 AM
হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা করাতে এসে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।হাসপাতালের পরিচালক ডা. আরিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।মঙ্গলবার বিকেল চারটা ৪ মিনিটে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। তার আগে ৩টা ৩৫ মিনিটে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন থেকে হাসপাতালে উদ্দেশ্য রওনা দেন।চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডাম বিকাল সাড়ে চারটায় ভর্তি হয়েছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়ার কথা বলা হলেও পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের ১০বি ওয়ার্ডের ১০২০৪ নম্বর কেবিনে ভর্তি করা হয়।এভার কেয়ার হাসপাতালের পরিচালক ডাক্তার আরিফ মাহমুদ জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর আগে গত ২৭ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন তিনি।