পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নয়া প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ অঞ্জুম। বিদায়ী আইএসআই প্রধান ফৈজ হামিদকে আফগানিস্তান সীমান্তবর্তী পেশোয়ার কোরের দায়িত্বে পাঠানো হয়েছে। বুধবার পাক সেনার জনসংযোগ বিভাগ ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস’ (আইএসপিআর)-এর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।তালিবানের কাবুল দখলের পর ফৈজের উপস্থিতিতেই আফগানিস্তানের নয়া সরকারের পদাধিকারিদের নাম স্থির হয়েছিল। পঞ্জশির উপত্যকায় নর্দার্ন অ্যালায়েন্সের প্রতিরোধ গুঁড়িয়ে দিতেও বিদায়ী আইএসআই প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
এই পরিস্থিতিতে ফৈজকে পেশোয়ার কোরের দায়িত্বে পাঠিয়ে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া আফগানিস্তান সীমান্তে সক্রিয় তেহরিক-ই-তালিবানকে নিয়ন্ত্রণে আনতে চাইছেন বলে মনে করা হচ্ছে।নাদিমকে করাচির কোর কমান্ডারের পদ থেকে পাক গুপ্তচর সংস্থায় শীর্ষপদে আনা হল। পঞ্জাব রেজিমেন্টের ওই অফিসার অতীতে কোয়েটার ‘কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ’-এর প্রধান ছিলেন। পাক আধাসেনা ফ্রন্টিয়ার কোরের অফিসার হিসেবে বালুচিস্তানের বিদ্রোহীদের দমনের কাজেও যুক্ত ছিলেন তিনি। সেনাবাহিনীতে ‘ঠাণ্ডা মাথার দক্ষ অফিসার’ হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।