ঢাকা, বৃহস্পতিবার ৯ই মে ২০২৪ , বাংলা - 

কাবুলে মসজিদে প্রবেশপথে বিস্ফোরণ,বহু হতাহত

আন্র্তজাতিক রিপোর্ট।।ঢাকাপ্রেস২৪.কম

2021-10-03, 12.00 AM
কাবুলে মসজিদে প্রবেশপথে বিস্ফোরণ,বহু হতাহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশপথে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।রোববার (৩ অক্টোবর) তালেবানের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। যেখানে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে একটি অনুষ্ঠান চলছিলো। বিস্ফোরণে বেশ কয়েকজন মারা গেছেন।তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

আগস্টের মাঝামাঝি সময়ে তালেবান আফগানিস্তান দখল করার পর থেকে তাদের বিরুদ্ধে আইএসআইএল যোদ্ধাদের আক্রমণ বেড়েছে। এর ফলে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের সম্ভাবনা তৈরি করছে।আইএসআইএল পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে তাদের শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে। তারা তালেবানকে শত্রু মনে করে।এর আগে আইএসআইএল বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।