ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার বিচার দাবি তুরস্কের

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-10-02, 12.00 AM
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার বিচার দাবি তুরস্কের

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা মুহিবুল্লাহর হত্যাকারীদের বিচার দাবি করেছে তুরস্ক। শনিবার ( ২ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।বিবৃতিতে তুরস্কের পক্ষ থেকে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।  

২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এদিকে শনিবার (০২ অক্টোবর) এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকারীদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে।  এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।