ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি বিভাগের কোটি কোটি টাকার দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও নানা অনিয়ম ধামা চাপা দিতেই অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক মাহবুবা খানমকে বদলি করা হয়েছে। একই সাখে অফিস সহকারী -কাম কম্পিউটার অপারেটর মো. ইসহাককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সঠিক তদন্ত হলে কেঁচো খুড়তে সাপা বেরিয়ে আসবে জানান সাধারণ কর্মচারীরা।
মো. ইসহাকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি তহবিল তসরুপ ও প্রতারণা অর্থ আত্মসাতের। ছিলেন মো. ইসহাক ছিলেন , প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিনের আস্থাভাজন , অঘোষিত ক্যাশিয়ার ও অত্যন্ত প্রভাবশালী কর্মচারী ।
জানা যায়, ২১ জুন ( রোববার) ডিএসসিসির মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপসের নির্দেশে দুর্নীতিবাজ কর্মচারী মো. ইসহাককে সাময়িক বরখাস্ত করা হয়।ডিএসসিসি সচিব আকতারুজ্জামানের স্বাক্ষরে জারি করা অফিস আদেশটি সংশ্লিষ্ট সব দপ্তরের ২২ জুন পাঠানো হযেছে।