ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

দলে দলে ভারতে ছুটছে মিয়ানমারের নাগরিকরা!

ডেস্ক রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-09-22, 12.00 AM
দলে দলে ভারতে ছুটছে মিয়ানমারের নাগরিকরা!


মিয়ানমারে জান্তাবিরোধী মিলিশিয়ার সঙ্গে সেনাবাহিনীর তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় কয়েক হাজার মানুষ সীমান্ত অতিক্রম করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রবেশ করছে।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া গোলায় ওই শহরের বাড়ি-ঘর আগুনে পুড়ছেও বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে।স্থানীয় সম্প্রদায়ের একজন নেতা বলেছেন, প্রায় ১০,০০০ মানুষ মিয়ানমারের চিন রাজ্যের থ্যান্টলাং শহরে বসবাস। কিন্তু তাদের অধিকাংশই ভারতে আশ্রয় নিতে পালিয়ে গেছে।

প্রতিবেশি ভারতের মিজোরাম রাজ্যের একটি সিভিল স্যোসাইটি গ্রুপের প্রধান বলেছেন, গত সপ্তাহে মিয়ানমারের দু’টি জেলা থেকে ৫,৫০০ মানুষ মিজোরামে পালিয়ে এসেছেন। তারা দেশটির সামরিক অভিযান থেকে বাঁচতে পালিয়েছেন বলে জানিয়েছে।

সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, ধর্মঘট, প্রতিবাদ অব্যাহত রেখেছে হাজার হাজার মানুষ। জান্তা-বিরোধী মিলিশিয়া গোষ্ঠীও গড়ে উঠেছে।গত সপ্তাহে থ্যান্টলাংয়ে লড়াইয়ের সময় অন্তত ২০টি বাড়িঘরে আগুন ধরে যায়।