ঢাকা, বৃহস্পতিবার ২৮ই মার্চ ২০২৪ , বাংলা - 

বসুন্ধরার বিরুদ্ধে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-09-21, 12.00 AM
বসুন্ধরার বিরুদ্ধে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ

বসুন্ধরা হাউজিংয়ের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি অনুসন্ধানকারী দল গঠন করেছে কমিশন।  দুদক সূত্র উদ্ধৃত করে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, বসুন্ধরা হাউজিংয়ের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। গত ৩১ আগস্ট এক আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের উপপরিচালক মো. মোনায়েম হোসেনের নেতৃত্বে নতুন অনুসন্ধান দল গঠন করা হয়। দলের অপর দুই সদস্য হলেন সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত।

এ বিষয়ে চেষ্টা করেও মোনায়েম হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। কমিটির সদস্য সহকারী পরিচালক খলিলুর রহমান সিকদার সোমবার প্রথম আলোকে বলেছেন, আমি এখনো কাজ শুরু করিনি। আর টিম লিডারও আমাকে এখনো ডাকেননি।