সন্ধ্যাপার পরিণত রাত এখন,
ফেরার পথে ছুটাছুটি কোলাহল,
মিলছে না তোমার দেখা-
তুমি কই?
নীলাকাশের দেহে আঁধারকালো মেঘ,
অভাঙ্গা ঘুমঘোরে অশ্লীল স্বপ্নরাজী
নড়েচড়া দেবীমহিমার শরীরী স্পর্শ,
তুমি কই?
আমায় ঘুমে বিভোর রেখে,
সুর্যশোভিত ভরদুপুরে বেরুলে-
তুমি কই?
শেষ বিকেলে বেরিয়েছি আমি,
সুর্য্যরশ্মিটা বিরূপত্বে তখন,
মনগহীনে জগদ্দল পাথরচাপা অনুভব-
তুমি কই?
প্রীতিমুগ্ধ চেনামুখগুলোর উপচে'পড়া ভিড়,
অন্ধকার সবুজ ঘাসের বুকে বসেছে মিলনমেলা-
তুমি কই?
ফিরে যাচ্ছি আপনালয়ে,
রাত এগুচ্ছে নিশিভোরে
তোমায় পাবো তো-
তুমি কই?
লেখকঃ সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট।