ইতালির রাজধানী রোমকে নতুন রূপে গড়ে তোলার অঙ্গীকার করেছেন মেয়র প্রার্থী মনিকা লচ্ছি। এক নির্বাচনী প্রচারে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আগামী অক্টোবরের শুরুতে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক রোম সিটি করপোরেশনের নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় "রেবুলেশন শিভিকা"দলের মেয়র প্রার্থী মনিকা লচ্ছি বলেছেন,৭ নম্বর মিউনিসিপিওর প্রেসিডেন্ট হিসেবে তিনি রোমে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। মেয়র নির্বাচিত হলে দিনে একটি নতুন রোম নগরী গড়ে তুলতে চান।সাত নম্বর মিউনিসিপিওর প্রেসিডেন্ট প্রার্থী সালভাতোরে তাদের উন্নয়ন কর্মকান্ড ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এই প্রচার সভায় ৭ নম্বর মিউনিসিপিও এবং রোম কমুনের কাউন্সিলর প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত ইটালিয়ান তরুণী জুমানা মাহমুদ নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে মূল ধারার রাজনীতিতে অংশগ্রহণ বলে মন্তব্য করেন।রোম সিটির এবারের নির্বাচনে মেয়র পদে ২২জন এবং ১৫ টি কাউন্সিলর পদের জন্য ১৮'শ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।