ঢাকা, বৃহস্পতিবার ২১ই নভেম্বর ২০২৪ , বাংলা - 

৭ দেশের গুপ্তচরদের সঙ্গে বৈঠক আইএসআই’র

আন্র্তজাতিক রিপোর্ট।।ঢাকাপ্রেস২৪.কম

2021-09-12, 12.00 AM
৭ দেশের গুপ্তচরদের সঙ্গে বৈঠক আইএসআই’র

রাশিয়া-চীন-ইরানসহ মধ্য এশিয়ার সাতটি দেশের গুপ্তচর প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন আইএসআই প্রধান জেনারেল ফায়েজ হামিদ। শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্য দেশের মধ্যে উপস্থিত ছিলেন কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের গুপ্তচর সংস্থার প্রধানরাও।

বার্তাসংস্থার বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকায় বলা হয়, বৈঠকটি ডেকেছিলেন পাকিস্তানের আইএসআই-এর ডিজি ফায়েজ হামিদ। আগামী দিনে পাক-আফগান সম্পর্ক, অর্থনীতি এবং নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা করেছেন তারা। বৈঠকে ঘুরেফিরে এসেছে তালিবান নেতৃত্বের সঙ্গে আগামী দিনে কেমন সম্পর্ক রাখা হবে, তা নিয়ে বিভিন্ন দেশের বক্তব্য। বৈঠকে অর্থনীতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে আফগানিস্তানে তালিবান সরকার গঠনের অনুষ্ঠানে যাবে না বলে ঘোষণা করেছিল রাশিয়া। ৯/১১-র বর্ষপূর্তির দিন যেন কাবুলে নতুন সরকার স্থাপিত না হয়, সে জন্য তালিবানের ওপর চাপও তৈরি করেছিল রাশিয়া। এই পরিস্থিতিতে ইসলামাবাদে আইএসআই প্রধানের ডাকে রাশিয়া, চীন, ইরানসহ মধ্য এশিয়ার দেশগুলোর গুপ্তচরদের প্রধানদের বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে।