ঢাকা, মঙ্গলবার ৩ই ডিসেম্বর ২০২৪ , বাংলা - 

সেপ্টেম্বরে আসছে দেড় কোটি ডোজ টিকা

স্টাফ রিপোর্টার।।ঢাকাপ্রেস২৪.কম

2021-09-12, 12.00 AM
সেপ্টেম্বরে আসছে দেড় কোটি ডোজ টিকা

দেশে এই মুহূর্তে টিকার কোনো সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সেপ্টেম্বরই দেশে আসছে আরও দেড় কোটি ডোজ করোনার টিকা।রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নব নিয়োগকৃত জুনিয়র কনসালটেন্টদের (অ্যানেস্থেসিওলজী) ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর তিতুমীর সরকারি কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, প্রতি সপ্তাহে আমরা ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার সিডিউল পেয়েছি। ১০ সেপ্টেম্বর ৫০ লাখ ডোজ টিকা ঢাকায় আসবে। এভাবে চলতি মাসের চার সপ্তাহে চারটি টিকার চালান আসার কথা রয়েছে। প্রতি চালানে আসবে ৫০ লাখ ডোজ টিকা। আগামী নভেম্বর পর্যন্ত এটি চলমান থাকবে বলে তিনি জানান।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৪ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৯৫ লাখ ৩৭ হাজার ৩১৯ ডোজ টিকা মজুত আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৯ লাখ ২২ হাজার ৭১৫ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।