নতুন অর্থবছরের দ্বিতীয় মাসে (আগষ্ট) আগের মাসের তুলনায় কৃষি ঋণ বিতরণ বৃদ্ধি পেয়েছে ৮৩ শতাংশ। এ মাসে ২ হাজার ২৩৬ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করেছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।আলোচ্য মাসে ২ হাজার ৯০ কোটি টাকা বিতরণ করেছে ব্যাংক খাত। অন্যদিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বিতরণ করেছে ১৪৫ কোটি টাকা।
আগষ্ট মাসে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো বিতরণ করেছে ৭৯৩ কোটি টাকা। যা মোট বিতরণের ৪৪ শতাংশ। অন্যদিকে বিদেশী ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করেছে ১ হাজার ২৯৭ কোটি টাকা। যা মোট বিতরণের ৬৬ শতাংশ।