একটি বিউটিফিকেশন ক্লিনিকে গিয়ে নিজের ঠোঁটে থাকা ওই মাংসপিণ্ডকে সমান করতে আশ্রয় নিয়েছিলেন বোটক্স থেরাপির। সেজন্য তাঁর কপালে দেওয়া হয় ইনজেকশন। বলা হয় এতেই তাঁর ঠোঁটে থাকা অতিরিক্ত মাংসপিন্ডের সমস্যা ঠিক হয়ে যাবে। তাঁর বন্ধু বিউটিশিয়ানকে বিশ্বাস করে ওই থেরাপির আশ্রয় নিয়েছিলেন।
কিন্তু ইনজেকশন নিয়ে বাড়ি ফেরার পরই শুরু হয় যন্ত্রণা। সেই সঙ্গে ফুলতে শুরু করে তাঁর ঠোট। এরপর তাঁর ঠোঁট ফুলে প্রায় বেলুনের আকার নেয়। তখন সেই বিউটিশান বন্ধুকে ফোন করলে সে বরফ লাগানোর পরামর্শ দেয়। কিন্তু যন্ত্রণা না কমায় বাধ্য হয়ে তিনি হাসপাতালে যান।